বরিশালে ৪ সাংবাদিকে বিরুদ্ধে আইসিটি মামলার সুষ্ঠু তদন্ত দাবি বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ
বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সাংবাদিকের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলক আইসিটি ধারা উল্লেখ করে মামলা করে।বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।এবং সাংবাদিকরা যাহাতে অহেতুক হয়রানির শিকার না হন সেদিকে প্রশাসনের দৃষ্টি রাখার অনুরোদ করছি।
২৮ সেপ্টেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবি সিদ্দীক ভুঁইয়া,সাংগঠনিক সম্পাদক আব্বাস হাওলাদার,শরিফুল আকন,সুমন প্রমুখ বলেছেন, যে সংবাদ স্থানিয়-জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই সংবাদ প্রকাশের অভিযোগে পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের সংবাদযোদ্ধা রেদওয়ান শিকদার রনিসহ ৪ জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন আরেকজন সংবাদযোদ্ধা। প্রায় পঞ্চাশটিরও অধিক গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেই সংবাদের সূত্রতায় ৫ জনের বিরুদ্ধে এমন উদ্দেশ্য প্রণদিত মামলা সাংবাদিক সমাজের মধ্যে এমন বিভেদ তৈরি করছে, যার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যাতে করে ইচ্ছে হলেই কেউ কারো বিরুদ্ধে মিথ্যে মামলা করতে না পারে। উল্লেখ্য, সংবাদ কর্মীদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ গঠিত হয় ।