প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে গৌরনদীতে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
খোকন হাওলাদার, বরিশাল :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, বিশ্বমানবতার জননী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৫ তম জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে গৌরনদী পৌরসভা ।গতকাল শনিবার ( ২৫ শে সেপ্টেম্বর) রাতে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, ওয়ার্ড কাউন্সিলর সিকদার মোঃ খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া সহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২৮ তারিখে জেলা আওয়ামী লীগের আয়োজনে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।