তাহিরপুরে একই দিনে বৃদ্ধার শরীরে করোনার দুই টিকা পুশ ! - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরে একই দিনে বৃদ্ধার শরীরে করোনার দুই টিকা পুশ !


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনাগঞ্জের তাহিরপুরে পাঁচ মিনিটের ব্যবধানে এক বয়োবৃদ্ধা নারীর শরীরে দুটি (কোভিড-১৯) করোনার টিকা পুশ করা হয়েছে। সোমবার (২০সেপ্টেম্ব) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন দায়িত্বহীন কান্ডের ঘটনা ঘটেছে।উপজলার নয়ানগর গ্রামের খেলু মিয়া জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা টিকা প্রদান কেন্দ্রে টিকা নিতে আমি ও আমার স্ত্রী খোদেজা খাতুন (৭৫) কে নিয়েযাই।এরপর দ্বীর্ঘ সময় অপেক্ষার পর দুপুরে স্বাস্থ্য সেবিকার কক্ষে গেলে বন্যা মানকিন নামে এক সেবিকা একটি (কোভিড-১৯) প্রতিরোধ টিকা প্রধান করেন,আবারো মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে একই কক্ষ্যে থাকা মরিয়ম বেগম অপর এক স্বাস্থ্য সেবিকা বয়োবৃদ্ধা নারীকে কোন কিছু জিজ্ঞাসা না করেই আরো একটি টিকা পুশ করেন।’

তাৎক্ষণিক সময়ে বয়োবৃদ্ধা পাঁচ মিনিট পূর্বে টিকা গ্রহনের কাজ সম্পন্ন হয়েছে জানানোর পর ওই স্বাস্থ্য সেবিকা কোন রকম কর্নপাত না কনেই কক্ষ থেকে দ্রুতভাবে সটকে পড়েন।এরপরই পুরো ঘটনা উপজেলা পরিবার পরিকল্পনকে অবহিত করা হয়।তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে কর্মরত টিকা প্রদানকারী স্বাস্থ্য সেবিকা মরিয়ম বেগম দ্বিতীয় টিকা প্রদানের কারনে দু:খ প্রকাশ করে বলেন,পাঁচ মিনিটের ব্যবধানে দুটি টিকা পুশ করার কারনে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিবেনা।আসলে বয়োবৃদ্ধার হাতে কার্ড দেখে আমি উনাকে টিকা পুশ করেছিলাম।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, পরপর দুটি টিকা পুশ করার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।

Top