মির্জাগঞ্জে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন মির্জাগঞ্জ উপজেলার কর্মকর্তাও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকালবৃহস্পতিবার বেলা এগারোটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস।সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামালহোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পুলিশ সুপারমোহাম্মদ শহীদুল্লাহ(পিপিএম) ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, পটুয়াখালী জেলাআওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলাভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেসহাসিনা হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃদিলরুবা ইয়াসমিন লিজা, আওয়ামীলীগের সভাপতি গাজী আত্ধসঢ়;হার উদ্দিনআহম্মদ,সিনিয়র সহ- সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা,সাধারন সম্পাদকমো. জসিম উদ্দিন জুয়েল, উপজেলা সাবেক কমান্ডার মো. ওয়াজেদ আলী,উপজেলাকৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন, প্রানী সম্পদ অফিসার ডাঃসঞ্জীব কুমার বিশ্বাস, মির্জাগঞ্জ থানার অফিসার ওসি মো. মহিবুল্লাহ,মির্জাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. লিটন সিকদার প্রমূখ।জেলা প্রসাশক উপজেলার সার্বিক সমস্যা এবং সমাধানের জন্য সকলের আন্তরিকসহযোগিতা কামনা করে বৈশ^য়িক মহামারী করোনা নিয়ন্ত্রণ,উপজেলার প্রধানসমস্যা পায়রার ভাঙ্গন, মাদক, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, আইন শৃংখলা,মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গ্রামে পুলিশ ক্যাম্প স্থাপন, উপজেলারসার্বিক উন্নয়ন ও সম্ভাবনার ওপর বিষদ আলোচনা হয়।
এসময়ে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা,মুক্তিযোদ্ধা,শিক্ষক প্রতিনিধি, স্থানীয় সুধীজন, সকল ইউপি চেয়ারম্যান এবং বিভিন্নইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াওজেলা প্রশাসক পল্লী সঞ্চয় ব্যাংর্কে#৩৯; আমার বাড়ি আমার খার্মা#৩৯; প্রকল্পের উঠানবৈঠক, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও সুবিদখালী সরকারি প্রাথমিকবিদ্যালয় পরিদর্শন করেন।