গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও সহকারী শিক্ষকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধণ
খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের গৌরনদীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ডেটাবেইজ তৈরি ও ইউনিক আইডি প্রদান কার্যক্রমে শিক্ষার্থীদের ছক পূরন ও ডাটাএন্ট্রি বিষয়ে প্রতিষ্টানের প্রধান ও সহকারী শিক্ষকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে।গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার ( ৫ সেপ্টম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল জলিল, সহকারী শিক্ষা অফিসার লিটু চট্রপাধ্যায়, সরকারি গৌরনদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউল্লাহ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আহসান আজাদ, টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক জমদ্দার মো. হারুনঅর রশিদসহ অন্যান্যরা।প্রশিক্ষণে ৪৯টি শিক্ষা প্রতিষ্টানের ৯৮ জন শিক্ষক তিনটি ব্যাচে অংশ গ্রহন করবেন।