বরিশালে নার্সারী ব্যবসার আড়ালে সড়ক জনপদের জমি দখল - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নার্সারী ব্যবসার আড়ালে সড়ক জনপদের জমি দখল


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীতে নার্সারী ব্যবসার আড়ালে সড়ক জনপদেরপ্রায় ৩ একর জমি দখল করে রেখেছে ভূমিদস্যু চক্র। বরিশাল-পটুয়াখালী মহাসড়ক’র রুপাতলী বাসটার্মিনালের দক্ষিন পাশ লাঘোয়া সড়ক জন-পদের বিশালাকার এই জমি খন্ডটি দখল প্রক্রিয়াসরাসরি কেউ যাতে বুঝতে না পারে সে কৌশল হিসেবে নানান জাতের ফুল চারা রেখে বিক্রিকরছে বলে ছলছাতুরীর আশ্রয় নিয়েছে। জনসাধারনসহ সরকারি দপ্তরকে বোঝাচ্ছেন তারা অস্থায়ীভাবে সেখানে নার্সারি ব্যবসা করছেন। অথচ মহাসড়কের কোল ঘেষে সড়ক ও জনপদের ওই জমিরচার পাশে বেড়া,ভেতরে দুটি ঘর নির্মান এবং কাঠ জাতের গাছও রোপন করেছেন। খুব শীঘ্রইআবার সেখানে স্থায়ী ভবন নির্মান করার গোপন পরিকল্পনা হাতে নিয়েছেন বলে নির্ভরযোগ্যসূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ঠ ওই দপ্তর মৌখিক ও লিখিত নোটিশ দিয়েও নার্সারি ব্যবসারআড়ালে থাকা ভূমিদস্যু চক্রদের উচ্ছেদ করতে পারেনি।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, বানারীপাড়া এলাকার আ:সালাম নামে এক ব্যক্তি পেশায়নার্সারি ব্যবসায়ী হলেও নগরীর ক্ষমতাধর কয়েকজন ভূমিদস্যুদের সাথে হাত মিলিয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক’র রুপাতলী বাস টার্মিনালের দক্ষিন পাশ লাঘোয়া সড়ক ও জনপদের ৩ একরসম্পত্তি দখল করেছেন। যার বাজার মূল্য রয়েছে প্রায় ৫০ কোটি টাকা। প্রথম দফায় ওই স্থানেবানারীপাড়া থেকে অল্প বিস্তর গাছের চারা এনে বিক্রি করলেও এখন ধীরে ধীরে চারপাশে বেড়া ওভেতরে ঘর নির্মান করে জমি দখল করে রেখেছেন। সেখানে তার দখল অবস্থানের বিষয়ে বৈধতা নিয়ে
চ্যালেঞ্জ করলে এ প্রতিবেদকে আ: সালাম জানান,এখান থেকে র‌্যাব পুলিশসহ ও প্রশাসনেরকর্মকর্তারা চারা ক্রয় করে। তাদের কাছে জানেন আমি এখানে কি করি। এ বিষয়ে বরিশাল সড়কজনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান জানান,আদর্শ নার্সারি অবৈধ ভাবেজমি দখল করে আছে। উচ্ছেদের চিঠি দেওয়ার পরও তিনি সেখান থেকে সরেননি। অতি শীঘ্রইম্যাজিস্ট্রেট নিয়ে আমরা উচ্ছেদ করবো।

Top