জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২১ উদযাপন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধিঃ বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি এ শ্লোগান নিয়ে ২৮ শে আগস্ট থেকে ৩ রা সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলায় এ সপ্তাহ পালন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যলয়ে মতবিনিময় সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম বলেন কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান অত্যান্ত গুরুত্বপূর্ণ। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপনের মুল লক্ষ হচ্ছে এ সেক্টরের সাথে সম্পৃক্ত সকল জনগোষ্ঠী যাতে মৎস্য চাষ বৃদ্ধি , এবং মৎস্য সম্পাদ সংরক্ষণের ক্ষেত্রে স্ব – স্ব অবস্থানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
এসময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ ফারুক খান, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মোঃ জাকির হোসেন, বাংলাদেশ টু- ডের উওম গোলদার, আঃ রহিম সজল, দৈনিক সংবাদ, আঃ মালেক দৈনিক যুগান্তর, মোঃ হিমেল, দৈনিক ভোরের পাতা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাতৃজগত পত্রিকা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জমাদার,, রির্পোটাস ইউনিটির সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ সোহাগ হোসেন, সাধারন সম্পাদক ও আমাদের নতুন সময়ের, প্রতিনিধি ইলিয়াস হোসেন, দৈনিক ইনকিলাবের মোঃ মুবিন প্রমুখ।