বরিশালে সাংবাদিক নঈম নিজাম’র মামলা প্রত্যহারের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : দেশ বরেণ্য সাংবাদিক বাংলাদেশপ্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজান ও বিশেষপ্রতিবেদক সাইদুর রহমান রিমনসহ ১১ সাংবাদিকের
বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতেবরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির
আয়োজনে বুধবার (২৫-০৮-২০২১) বেলা ১১টায় নগরীর টাউনহল চত্ত¡রে আয়োজনে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময়প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রবসেরনিয়াবাদ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজমাহমুদ । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সাংবাদিকইউনিয়ন বরিশাল’র সভাপতি সাইফুর রহমান মিরন,টেলিভিশন মিডিয়া এশোসিয়েশন সভাপতি গিয়াসউদ্দিন সুমন,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরোরাহত খান,রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদকমুশফিক সৌরভ, প্রেসক্লাবের নির্বাহি সদস্য নুরুলআলম ফরিদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো শাহিনহাফিজ, বাংলাদেশ বুলেটিন ব্যুরো প্রধান এম মনিরহোসেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিরসভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনেআরো বক্তব্য রাখেন, দৈনিক তারুন্যের বার্তা পত্রিকারসম্পাদক আহমেদ রনি,দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদকরাকিব ফয়সাল,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিরসাধারন সম্পাদক আরিফুর হোসেন, সহ সভাপতি আফসারউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মশিউর মন্টু,বরিশাল তরুনসাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শহিদুলইসলাম,সাংবাদিক সোসাইটির সাধারন সম্পাদক
আবুবকর সিদ্দিক, কাউনিয়া থানা প্রেসক্লাবের সভাপতিজুয়েল রানা,ফটো সাংবাদিক পরিষদের যুগ্ন সম্পাদকমনিরুজ্জামান,সাংবাদিক লিটন বায়েজিদ,এম আর শুভ,
মেহেদি তামিম প্রমূখ। বিক্ষোভ অনুষ্ঠান সঞ্চালনাকরেন,সাংবাদিক এম আরিফুর রহমান। প্রকাশ থাকে জাতীয়সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি সামসুল হকচেধুরী নঈম নিজাম সহ ১১ সাংবাদিক’র বিরুদ্ধে৫০০কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছিলেন।