বেনাপোলে রাস্তায় পড়ে থাকা পাগলের লাশ দাফন করল থানা পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে রাস্তায় পড়ে থাকা পাগলের লাশ দাফন করল থানা পুলিশ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল পোর্ট থানাধীন বাগেজান্নাত মাদ্রাসার সামনে অজ্ঞাত এক পাগলের লাশ পড়ে থাকে।রবিবার (২২আগষ্ট) বেনাপোল বাগেজান্নাত মাদ্রাসার সামনে পিমপি ফার্মেসীর সামনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানাীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে স্থানীয়দের সহযোগীতা নিয়ে ভবারবেড় পুকুর পাড় কবরস্থানে দাফন করা হয়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, মুঠো ফোনে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি অজ্ঞাত এক পাগলের মরদেহ পড়ে আছে। তার পরিবারের সন্ধান না পেয়ে ওসি’র নির্দেশে ও স্থানীয়দের সহযোগীতায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Top