মির্জাগঞ্জে শেখ কামালের ৭২ তম জম্মদিন পালিত
মোঃ ফারুক খান মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়াজগতের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেনের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী আতহার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল বেপারি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিকী,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,সহ সভাপতি মোঃ বারেক শিকদার, এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ – সভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ আজিজ হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক বাবু সুবল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমেদ, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লোটাশ, সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম মহসিন মৃধা, জাতীয় শ্রমিক লীগ সভাপতি মোঃ নিজাম হাওলাদার, সাধারন সম্পাদক, মোঃ ফারুক খান, ছাত্র লীগ সভাপতি ও উপজেলা ভাইস- চেয়ারম্যান, মোঃ জহিরুল ইসলাম জুয়েল শিকদার, সহ- সভাপতি মোঃ আনোয়ার হোসেন জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা,সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
দোয়াও মোনাজাত পরিচালনা করেন সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু সালেহ খায়রু উল্লাহ।