মির্জাগঞ্জে প্রধানমন্ত্রী দেওয়া উপহারের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক
মোঃ ফারুক খান মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃঃ পটুয়াখালী মির্জাগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে ভুমিহীনদের দেওয়া প্রধানমন্ত্রী উপহার ঘর পরিদর্শন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় মির্জাগঞ্জ ইউনিয়নে কপালভেড়া, আমড়াগাছিয়া ইউনিয়নে ছৈলাবুনিয়া, উওর ঝাটিবুনিয়া, ও ১নং মাধবখালী ইউনিয়নে রামপুর ও কিসমত রামপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেওয়া উপহারের ঘর বরাদ্দ পাওয়া উপকারী ভোগী পরিবার গুলোর খোজ খবর নেন। এবং উপকার ভোগীদের সমস্যার কথা গুলো শোনেন, এসময় তিনি উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্পে বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে বিদ্যুৎ ও পানি সমস্যা, এবং নিচু জায়গায় মাটি ফেলে উচু করার জন্য নির্দেশ দেন। প্রত্যেক পরিবারকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।উপকার ভোগী উত্তর ঝাটিবুনিয়া গ্রামের সালেহা বলেন মোরা পাকা ঘরে থাকতে পারমু কোন সময় কল্পনা করি নাই। মোরা ভুমিহীন মোগো জমি দিছে পাকা ঘর দিছে ঘর পাইয়া মোরা দোয়া করি শেখ হাসিনার জন্য, কপালভেড়া গ্রামের৷ উপকার ভোগী রেখা বলেন ছেলে মেয়ে লইয়া ভাংগা ঝুপরি ঘরে থাকতাম এখন ঘর পাইয়া খুশি। প্রধানমন্ত্রী মোগো পাকা ঘর দিছে। এভাবে সব উপকার ভোগীরা পাকা ঘর পেয়ে তাদের আবেগ প্রকাশ করেন। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন উপকার ভোগীদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মুজিব শতবর্ষ উপলক্ষে এই সেমিপাকা ঘর গুলো নির্মাণ করে দিয়েছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস, উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ রায়হানুজ্জামান, মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ এইচ এম মহিবুল্লাহ, কৃষি অফিসার মোঃ আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী শেখ আজিমউর রশিদ , পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্হাপক মোঃ আলআমিন, মৎস্য ও প্রাণী সম্পাদ কর্মকর্তা সন্জিব কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম , মির্জাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, লিটন শিকদার আমড়াগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ, দেউলী সুবিদখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আজিজ হাওলাদর, মাধবখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনিরুল হক তালুকদার, সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।