তালতলীতে বাবার হাতে ছেলে খুন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে বাবার হাতে ছেলে খুন


মোঃ রফিকুল ইসলাম,তালতলী( বরগুনা)প্রতিনিধিঃবরগুনার তালতলীতে পারিবারিক কলহের জের ধরে বাবার হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে সুমন (১৩) খুন হয়েছে ।বুধবার (২৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার টিএন্ডটি রোডস্থ কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

জানাগেছে, তালতলী উপজেলা শহরের টিএন্ডটি সড়কের আসাদুল খাঁনের সাথে তার স্ত্রী সেলিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার বেলা ১১টার দিকে বাবা ও মা ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় ছেলে সুমন বাড়িতে ছিল না। প্রাইভেট পড়তে তালতলী সরকারি মাধ্যমিক স্কুলে যায়।

সুমন বাড়িতে এসেই দেখে বাবা আসাদুল খাঁন মা সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে যাচ্ছে এসময় ছেলে বাবাকে ফেরাতে মায়ের সামনে দাঁড়ায়। তখন ধারালো অস্ত্রের আঘাত স্ত্রী সেলিনা বেগমের শরীরের না লেগে ছেলে সুমনের কপালে লাগে। মুহূর্তের মধ্যেই ছেলে সুমন মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক ছেলের অবস্থা আশঙ্কাজনক দেখে বাবা নিজেই নিহত সুমনকে আমতলী হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম ছেলে সুমনকে মুত্যু ঘোষণা করেন। ছেলের মৃত্যু সংবাদ শুনে তাৎক্ষণিক তিনি পালিয়ে যান। বাবার হাতে ছেলের নিহতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সুমনের সহপাঠিরা ঘাতক বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, সুমনকে হাসপাতালে আনার আগেই মারা যায়।তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Top