বেতাগীতে নির্বাচনী সহিংসতায় আহত ৫, গাড়ি ভাংচুর
শরিফুল ইসলাম আকন:বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন পরিষদ নির্বচনকে কেন্দ্র করে নৌকার একাধিক সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের উপর।গত শনিবার (১২ জুন) রাত সাড়ে নয়টায় দিকে মোকামিয়া ইউনিয়নের মোল্লারহাটে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোল্লার হাট এলাকায় আওয়ামী লীগ সমর্থকেরা নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে এসময় দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন মল্লিকের সমর্থকরা। এসময় স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের আঘাতে আহত হয় ঐ এলাকার বাসিন্দা মোশারেফ হাওলাদার সজিব (২৬), সাইদুল ইসলাম (২০), মো. বেলাল হোসেন (১৯), শাকিল আহমেদ (১৮) ও মুরাদ (২০) সহ পাঁচজন , ভাঙচুর করা হয়েছে একাধিক মোটরবাইক। আহতদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে সজিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) প্রেরণ করা হয়েছে।
হামলার বিষয় জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী জালাল আহমেদ গাজী জানান,’ নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশ নষ্ট করার জন্য বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুজন মল্লিকের সন্ত্রাস বাহিনী এসব সহিংসতা ঘটাচ্ছে।বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম সুজন মল্লিক বলেন, ‘ সুষ্ঠুভাবে ভোট হলে আমার বিজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা এ ধরণের সহিংসতার কর্মকান্ড করেছে।’স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম সুজন মল্লিক তিনি বেতাগী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক। নির্বাচন ও চলমান সহিংসতা সম্পর্কে বিএনপির উপজেলা হাইকমান্ডের কাছে জানতে চাইলে উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জলিলুর রহমান খান বলেন, ‘ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ করলে এর দায়ভার বিএনপি নেবে না।দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেয়ায় দলের পক্ষ থেকে মাহবুব আলম সুজন মল্লিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কোন কাজ করলে এর কেন্দ্রীয় শীর্ষ পর্যায় নেতৃবৃন্দের অবহিত করা হবে। তাঁরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেবে।এবিষয় জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।