৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'বিডি ক্লিন-বেতাগী'র বৃক্ষরোপণ কর্মসূচি - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বিডি ক্লিন-বেতাগী’র বৃক্ষরোপণ কর্মসূচি


মোঃ সজল মাহমুদ, বেতাগী:বরগুনার বেতাগীতে ভিন্নধর্মী আয়োজনে পালিত হল বিডি ক্লিন’র প্রতিষ্ঠা বার্ষিকী। করোনার মহামারি পরিস্থিতি মাথায় নিয়ে অর্ধশত ফলজ ও বনজি বৃক্ষ রোপন করে বিডি ক্লিন বেতাগীর স্বেচ্ছাসেবক বৃন্দ।জানাযায় ৩ জুন দুপুর ১২টায় মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্নার সভাপতিত্বে বেতাগী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়,এতে প্রধান অতিথি ছিলেন মোঃ মাকসুদুর রহমান ফোরকান, চেয়ারম্যান বেতাগী উপজেলা পরিষদ, বিশেষ অতিথি জনাব মো.সুহৃদ সালেহীন উপজেলা নির্বাহী অফিসার,মো আমিনুল ইসলাম পিন্টু উপজেলা ভাইসচেয়ারম্যান,মো সাইদুল ইসলাম মন্টু, সভাপতি বেতাগী প্রেসক্লাব,আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিনর সদস্য রাজু জোমাদ্দার,মারুফ সিকদার,মাইনুল ইসলাম সাগর,হোসাইন সিপাহী,সাইফুল ইসলাম,ফেরদৌসি কলি,সজল মাহমুদ,মোস্তাকিম,শাওন,তন্নি,মিম,সিরাতুল প্রমুখ।

উল্লেখ্য যে ২০১৬ এর ৩ জুন প্রথম প্রহরে ঝাড়ু হাতে ঢাকার রাস্তায় নেমেছিলো ২৪ জন উদ্যমি তারুণ্য পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়ে। “শুরুটা এখানেই, শেষ করার দায়িত্ব আপনার” প্রথম দিনেই দেশের সকল নাগরিকের প্রতি ছিল এমন প্রত্যাশা। সবার মগজে পরিচ্ছন্ন দেশ গড়ার স্বপ্ন বুনে দিয়েছিলেন তাঁরা।
লাল-সবুজের টিশার্টে জড়িয়ে তাঁরা হাতে তুলে নিলেন ঝাড়ু। রাত ঠিক ১২ টায় চারুকলা_অনুষদ থেকে ঝাড়ু হাতে রাস্তায় নামে এই ২৪ তরুণ। শাহাবাগ মোড় থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত রাস্তা পরিষ্কার করার মাধ্যমে শুরু হয় পরিচ্ছন্ন দেশ গড়ার যাত্রা।আজ ত্রিশ হাজার সদস্যর একটি পরিবার বিডি ক্লিন,যার স্বপ্ন হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ারা।

Top