বেনাপোল খলসী থেকে পিস্তল ম্যাগজিন গুলিসহ আটক-২ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল খলসী থেকে পিস্তল ম্যাগজিন গুলিসহ আটক-২


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:- যশোরের বেনাপোল খলসী বাজার চায়ের দোকানের ভীতর থেকে হতে অস্ত্র গুলিসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী রাজাগঞ্জ শ্রী কানায় সরকার এর ছেলে শ্রী শংকর কুমার সরকার (২৭) ও বেনাপোল পুটখালী পূর্বপাড়া গ্রামের মৃত- সাজ্জাদ আলী ছেলে মোঃ আজিম শেখ পঁচা(১৯) কে গ্রেফতার করেন।বুধবার(০২-জুন) দুপুর ০১:৪৫ মিঃ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খলসী বাজারস্থ মোঃ রিপন মিয়ার চায়ের দোকানের ভিতর হতে একটি পিস্তল ২টি ম্যাগজিন ১ রাউন্ড গুলি ও ১টি ফ্লাশ লাইটের কভারসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী ২ জন কে গ্রফতার করেন যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি।

অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখার জনাব সোমেন দাশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত এলাকায় থেকে দীর্ঘদিন যাবত যশোরসহ পার্শ্ববর্তী জেলায় অস্ত্র বিক্রয় করে আসছিল। এই সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খলসী বাজারস্থ মোঃ রিপন মিয়ার চায়ের দোকানের ভিতর হতে পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী ২ জন কে গ্রফতার করে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Top