তালতলী ইকোপার্কে গণধর্ষণের দুই আসামি গ্রেপ্তার - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলী ইকোপার্কে গণধর্ষণের দুই আসামি গ্রেপ্তার


মোঃ রফিকুল,, তালতলী উপজেলা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে গত ৩১ মার্চ দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের মামলার দুই আসামীকে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।বুধবার(০২ জুন) রাত ৮টার দিকে তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল ১লা জনু দিবাগত রাত দেড়টার দিকে পাশবর্তী জেলার কলাপাড়ার উপজেলার লেবুপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মামলার এজাহার ভুক্ত দুই নাম্বার আসামী রুবেল(২৮) ও চার নাম্বার আসামী জাহিদুল ইসলাম(২১)।

পুলিশ সূত্রে জানা যায়,চলতি বছরের গত ৩১ মার্চ উপজেলার সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কে দুলাভাইর সাথে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক তরুনী। পরের দিন ১ এপ্রিল থানার ঐ তরুনী বাদী হয়ে চারজনকে আসামী করে একটি ধর্ষন মামলা করেন।এ মামলায় অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের বিভিন্ন সময় অভিযান চালায় এরই সূত্র ধরে গতকাল রাতে গোপন সংবাদের ভিক্তিতে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লেমুপাড়া এলাকা থেকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ও মামলার তদন্ত কর্মকর্তা ওসি মো. কামরুজ্জামানের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় ।তদন্ত কর্মকর্তা ও তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আরও বলেন, এ মামলার অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Top