ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে নদির পানি বৃদ্ধি প্লাবিত নিম্ন এলাকায়
মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধি: আজ (সোমবার ২৫ মে) ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে নদির পানি বৃদ্ধিপেয় প্লাবিত হয় তালতলীর খোট্টা চর ও নিম্ন এলাকায়।
বরগুনার তালতলীতে ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে নদির পানি বৃদ্ধি পাওয়ায় নিম্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করছে। তলিয়ে গেছে তালতলী উপজেলার খোট্টার চর এলাকার শতাধিক বাড়িঘর। পানিতে ভেসে গেছে ২৫ টির মত মাছের ঘেরসহ প্রায় ৭০টি পুকুরের মাছ । খোট্টাচর বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, আমার বাড়ি ঘর সব তলিয়ে গেছে দুটো ঘরে প্রায় ৫ লক্ষ টাকার মাছ বেরিয়ে গেছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে লোন করে মাছের ঘের করেছিলাম জোয়ারের পানি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে।এ বিষয়ে আরো কথা বলেন, মোসাঃ পারুল, হাজেরা, ফরিদ, হারুন, রান্নাঘর পানিতে তলিয়ে গেছে পানি সরে যাওয়ার পরে আমরা রান্না করে খেতে পারবো।
বরগুনা পানি উন্নায়ন বোর্ডের প্রকৌশলী কাইছার আলম বলেন,জেলায় প্রধান দুটি নদীর মধ্যে বিষখালী নদীর পানি বিপদসীমার আড়াই ফুট উপরদিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পায়রানদীর পানি বিপদসীমার ৬ ইঞ্চি উপরদিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলায় ২৫ কিলোমিটার বেড়িবাধ ঝূকিপুর্ন রয়েছে।