সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে শতশত সাংবাদিকদের বেনাপোলে মানববন্ধন
মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: সাংবাদিক রোজিনা ইসলামেরবিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বেতাঁকে নিঃশর্ত মুক্তি দাবিতে শার্শা উপজেলায় কর্মরত সাংবাদিকরামানববন্ধন করেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সীমান্ত প্রেসক্লাব বেনাপোল,বন্দরপ্রেসক্লাব,একতা প্রেসক্লাব,সাংবাদিক সংস্থা,শার্শাপ্রেসক্লাব,বাগআঁচড়া প্রেসক্লাবের ব্যানারে অনুষ্ঠিত এইকর্মসূচিতে শার্শা বেনাপোলের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বেনাপোলের গুরুত্বপুর্ন এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।সীমান্ত প্রেসকাব বেনাপোলের সভাপতি সাহিদুৃল ইসলাম শাহীন ও সাধারণ
সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীর সভাপতিত্বে ও বন্দর প্রেসক্লাবের সাধারণসম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলার সকল
সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকেরেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তাঁরবিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্তমুক্তি দিতে হবে। একের পর এক দুর্নীতির ঘটনা তুলে ধরার কারণে রোজিনাইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোষানলে পড়েছেন। পরিকল্পিতভাবে তাঁকেফাঁসানোর জন্য হেনস্তা করে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দুর্নীতিবাজএসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন। ভেতরঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ধসঢ়;ন করতেসাংবাদিকদের গায়ে হাত তুলছেন। তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।