শিক্ষার আলোতে দূর হবে দরিদ্রের অন্ধকার
কাজি মহসিন হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর পত্তনীভাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নতুন ভবনের ভিত্তিপ্রস্ত উদ্বাধন অনুষ্ঠানে বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি পংকজ নাথ বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার,তাই প্রধানমন্ত্রীর অঙ্গিকার আমি শিক্ষার আলো দিয়ে দারিদ্রের অন্ধকার দূর করে দিব।তারি ধারাবাহিকতায় এই অজপারাগায়ে সারে ৩ কোটি টাকা ব্যায়ে ৪ তলা ভবন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার নেয়ামত উল্লাহ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, যুবলীগের আহবায়ক কাজী লিয়াকত, শ্রমিকলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম সরদার,ছাত্রলীগ সভাপতি সোলাইমান সম্পাদক আবুল কালাম আজাদ সহ।উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।এর পরে মৎস্য অধিদপ্তরের আওতায় ১০ জন জেলে পরিবারের মাঝে ১০ টি গরু প্রদান করা হয়।