চরফ্যাশন উপজেলা পরিষদে কোন প্রকার গোডাউন না থাকায় চরম ভোগান্তিতে বিভিন্ন দপ্তর - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশন উপজেলা পরিষদে কোন প্রকার গোডাউন না থাকায় চরম ভোগান্তিতে বিভিন্ন দপ্তর


বিশেষ প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা পরিষদে কোন প্রকার গোডাউন না থাকায় চরম ভোগান্তিতে পরতে হচ্ছে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের এদের মধ্যে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সরকারের কৃষি পূর্ণবাসনের প্রতি বছর প্রায় চার শত টন সার ও বীজ প্রায় ৭০-৭৫ টন বিতরণ করতে হয়।এ মাল গুলো আসার পর গুদামজাত করার জন্য কোন গুদাম না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান কৃষি অফিস নিরাপত্তা কর্মী আলমগীর সে আরো বলেন যে আমাদের কোন গুদাম নাই তাই আমরা বিভিন্ন বাসা বাড়িতে মাল রাখি, বি এ ডি সির গুদামে আবার বিভিন্ন অফিসের খালি থাকা সাবেক কক্ষে মালামাল রাখতে হয়।

অপরদিকে উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানাজায় তাদের মাধ্যমে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করতে হয় এ বইগুলো আসার পরে আমরা অনেক সময় উপজেলা পরিষদের নিচে আবার কখনো বিআরডিবির পরিত্যক্ত ভবনে আবার কখনও বিভিন্ন অফিসের সাবেক পরিত্যাক্ত কক্ষে গুদামজাত করতে হয় এতে আমরা বিভিন্ন ভোগান্তি পোহাতে হয় আমাদের অথচ চরফ্যাশন উপজেলার এরিয়ায় অসংখ্য জমে থাকা সত্ত্বেও উপজেলা পরিষদের জন্য ভাই দপ্তরগুলোর জন্য বিভিন্ন মালামাল রাখার একটি গুদাম প্রয়োজন সত্বেও হচ্ছে না তাই আমাদের দাবি যে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে আমাদের উপজেলায় একটি গুদাম নির্মাণ করার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Top