বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে ১শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ২ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে ১শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ২


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাবিবুল্লাহ ও রাকিব হোসেন নামে দুই মাদক বহনকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা।শুক্রবার (৩০ এপ্রিল) সকালে তাদেরকে পুটখালী ট্যাংকির মোড় থেকে আটক করা হয়। আটক মাদক বহনকারীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন কেলেকান্দা গ্রামের শাহ আলমের ছেলে হাবিবুল্লাহ ও পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিব হোসেন।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু বলেন, পুটখালী ট্যাংকির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল সহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক আসামী দ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Top