আমৃত্যু মানবের কল্যানে কাজ করে যেতে চান সমাজসেবক শামিম আহমেদ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমৃত্যু মানবের কল্যানে কাজ করে যেতে চান সমাজসেবক শামিম আহমেদ


নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের ঝালকাঠির কৃতি সন্তান বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজসেবক শামিম আহমেদ মানবের কল্যানে অবিরাম গতিতে কাজ করে চলছেন। ইতোমধ্যে ঝালকাঠিতে তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে অনেকটা পরিচিত পেয়েছেন। সাধারন মানুষের ভাষ্যমতে, সমাজ সেবক, দানবীর এবং অসহায় মানুষের বন্ধু শামিম আহমেদ করোনা ভাইরাসসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। অসহায় দু:স্থদের খাদ্যপণ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করে আসছেন। সমাজের ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের মনের মনি কোঠায় তিনি নিজেকে ঠাঁই করে নিয়েছেন। নিরহংকারী অত্যন্ত সাদা মনের মানুষ শামিম আহমেদ নিজ উদ্যোগে সমাজ ও মানুষের জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত,মানবিক,সভ্য সমাজ বির্নিমাণ হোক এরকম প্রত্যাশায় নিরলসভাবে জনকল্যানে কাজ আসছেন গরীব-অসহায়-নিপীড়িত-নির্যাতিত মানুষের বন্ধু হিসেবে পরিচিত শামিম আহমেদ। স্থানীয়সহ বিভিন্ন সূত্র জানা গেছে, সমাজ সেবক শামিম আহমেদ দেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই ব্যক্তিগত অর্থায়নে ঝালকাঠিতে করোনা ভাইরাসের সচেতনামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি গরীব অসহায় মানুষের মাঝে মাস্ক, নগদ অর্থ, খাদ্যদ্রব্য বিতরণ করে আসছেন। ঝালকাঠিতে কয়েক হাজার মানুষের মাঝে নগদ অর্থ, চাল, ডাল, আলু, তেল, লবন, চিনি, সাবান, মাস্ক বিতরণ করেন। ঝালকাঠি পৌরশহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে জনমনে বেশ প্রশংসিত হন শামিম আহমেদ। সামাজিক ও মানবিক কর্মে অবদান রাখায় বিভিন্ন সংগঠন তাকে স্বীকৃতি স্বরুপ পদক প্রদান করেছেন। স্থানীয় একাধিক সূত্র বলছে, বিশিষ্ঠ সমাজ সেবক শামিম আহমেদ এর জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এক বিশেষ মহল নানান কায়দায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। সমাজ সেবক শামিম আহমেদ এর ভাষ্যমতে, আমি মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছি। আমি চাই সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। আমি চাই মানুষের জীবন মান আরো উন্নত হোক। সমাজ থেকে হিংসা, অহমিকা, লোভ লালসা দূরীভিত হোক। আমি চাই মানুষ সুন্দর ন্যায়ের পথে চলবে।

সমাজসেবক শামিম আহমেদ বলেন, ঝালকাঠির অভিভাবক আমার প্রিয় নেতা জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু (এম পি) ভাই’র সহযোগিতা ও পরামর্শে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমার ব্যক্তিগত উদ্যেগে গরীব,দুঃখী, অসহায়,দুস্থ,দিনমজুর ও অস্বচ্ছলদের মাঝে নগদ টাকাসহ খাদ্য সহায়তা প্রদান করে আসছি। বিশিষ্ঠ ব্যবসায়ী শামিম আহমেদ বলেন, আমি সর্বদা অন্যায়ের প্রতিবাদ করে আসছি। আর এজন্য অন্যায়কারী-অপকর্মে লিপ্ত এক কুচক্রিমহল আমার সুনাম নষ্টে বিভিন্নভাবে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, মানুষের কল্যানকরমূলক কাজ করতে গিয়ে যতো বাঁধা বিঘ্নই আসুক না কেন, আমি আমৃত্যু মানুষের পাশে থেকে মানবের কল্যানে কাজ করে যাব।

Top