লাহারাট লঞ্চ ঘাট ৪৭ লাখ টাকার ডাক নিয়ে বিপাকে ইজারাদার মালিকরা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লাহারাট লঞ্চ ঘাট ৪৭ লাখ টাকার ডাক নিয়ে বিপাকে ইজারাদার মালিকরা


বরিশাল সদর উপজেলার লাহারাট নামোক স্থানে বি আই ডবলু টি সি কর্তৃক লঞ্চ ঘাট ২০১৯-২০-২০২০-২১ অর্থ বছরে ভ্যাট টেক্স সহ ৪৭ লাখ টাকার ডাক হওয়ায় ডাক নিয়ে বিপাকে পরে লঞ্চ ঘাট ইজারাদার্রা বলে অভিযোগ পাওয়া গেছে,যানাযায় করোনা মহামারিতে ৩-৪ মাস লঞ্চ ঘাট বন্ধ থাকায় গুনতে হচ্ছে লোকসান কর্তৃপক্ষ খতি পুরোন দেওয়ার কথা থাকলেও কিছুই জুটছেনা ভাগ্যে বর্তমান বছরেও লোকজন কোম হওয়ার প্রতিদিন ৬-৭ হাজার টাকার ক্ষতি হচ্ছে ইজারা মালিক গনের, উক্ত বিষয় ঘাট সভাপতি মহাসিন মিয়া এই প্রতিবেদক্কে জানান ভাই প্রতি দিন দুই থেকে তিন শত লোক লঞ্চে যাতায়াত করেন ভাড়ামাএ ৫ টাকা তাছাড়া লঞ্চ ঘাটের ৫০০ গজ উত্তর দক্ষিণ দিকে সীমানা রয়েছে জাহার ভিতরে স্পিড বোর্ড ঘাট ও তরমুজ ঘাট সহ কাঁচামাল মিলিয়ে প্রতি দিন কালেকশন গড়ে ৭-৮হাজার টাকা পাইতেছি কিন্তু আমাদের প্রতি দিন ৭-৮ হাজার টাকার লোকসান গুনতে হচ্ছে তাছাড়া কাচামাল বা তরমুজ ১ মাস পর্যন্ত চলে তার পারে বন্ধ হয়ে যায়, তা হলে ইজারা নেন কেনো জানতে চাইলে তিনি আরো বলেন ভাই স্পিড বোর্ড ঘাট সভাপতি ও আমি অন্য কেউ ইজারা নিলে তাদেরকও গলা কাটা অর্থ দিতে হয় না হলে বন্ধ হয়ে জাবে ব্যাবসা তা হলে কি করবো আমরা বলেন তাছাড়া লাহারাটে দৈনিক অনেক লোকজনের কর্মসংস্থান এই জায়গায় কিন্তু সরকারি কর্মকর্তাদের কোন খেয়াল খবর নেই আমাদের প্রতি যে টুকু জায়গায় কাচামাল উঠা নামা করে তাও নদিতে ভেঙ্গে বিলীন হচ্ছে, অনেক কষ্ট করে মালামাল উঠাতে হয় তাই আমাদের সকলের দাবী উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে আমাদের নদির ঘাট পাইলিং সহ উক্ত বিষয় সঠিক সিদ্ধান্ত নিবেন বলে আশা করছি উক্ত বিষয় বন্দর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বক্তব্য নে aয়া সম্ভব হয়নি।

Top