টেংরাগিরি-ইকোপার্কে এক নারীকে গণধর্ষণ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টেংরাগিরি-ইকোপার্কে এক নারীকে গণধর্ষণ


মোঃ রফিকুল // তালতলী উপজেলা প্রতিনিধিঃতালতলীতে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সোনাকাটার টেংরাগিরি-ইকোপার্কে এ ঘটনা ঘটে।ঘটনার পর ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে তালতলী থানায় মামলা দায়ের করেন। এরা হলেন- সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)।

মামলার বিবরণে জানা যায়, গতকাল বুধবার বিকেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে আমতলী থেকে তালতলীর সোনাকাটার টেংরাগিরি-ইকোপার্কে ঘুরতে আসেন এক নারী ও তার দুলাভাই। প্রবেশদ্বারের কিছুটা ভেতরে আসার পর পানি খেতে চান ওই নারী। তার দুলাভাই পানি আনতে গেলে মোটরসাইকেল চালক ও ওই নারীকে টার্গেট করে চার বখাটে। মোটরসাইকেল চালককে মারধর করে গাছের সাথে বেঁধে ভুক্তভোগীকে গভীর জঙ্গলে নিয়ে যায় তারা। সেখানে অভিযুক্ত সোহাগ ও হাসান তাকে ধর্ষণ করে আর মিজানুর ও জাহিদুল পাহারা দেয়।পরে ওই নারীর চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। তারা সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Top