এয়ারপোর্ট থানা প্রেসক্লাব’র কমিটি গঠন, সভাপতি মাসুদ রানা, সম্পাদক রেদওয়ান - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এয়ারপোর্ট থানা প্রেসক্লাব’র কমিটি গঠন, সভাপতি মাসুদ রানা, সম্পাদক রেদওয়ান


বরিশাল প্রতিনিধি : এয়ারপোর্ট থানা প্রেসক্লাববরিশাল’র নতুন কমিটি (২০২১-২৩) কমিটি গঠন করাহয়েছে। জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ ও ইংরেজি
দৈনিক দি নিউ ন্যাশন এর বরিশাল প্রতিনিধিসাংবাদিক মাসুদ রানাকে সভাপতি ও স্থানীয় দৈনিকআজকের বার্তা এবং বরিশাল সিটি নিউজের সম্পাদক
রেদওয়ান রানাকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ঠকমিটি গঠন করা হয়। ১ নং সহ-সভাপতি হিসেবেনির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক শাহানামা পত্রিকার
সিনিয়র সাংবাদিক মো: আশ্রাফুল ইসলাম সুমনকে,২নং সহ-সভাপতি দৈনিক দেশ জনপদ পত্রিকার স্টাফরিপোর্টার এম. ফোরকান, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ
হোসেন (বরিশাল সিটি নিউজ) , সাংগঠনিক সম্পাদকআনোয়ার হোসেন (দৈনিক দেশ জনপদ), কোষাধ্যক্ষ এমজামাল হোসেন (বাংলা টিভি),দপ্তর ও প্রচার সম্পাদক মো:নাসিম শরীফ(সম্পাদক, দৈনিক বরিশালের প্রহর ) এবংকার্যনির্বাহী সদস্যরা হলেন পথিক মোস্তফা(সম্পাদক,পার্লামেন্ট মিশন),মো:মনিরুজ্জামান মনির(বরিশাল পিপলস) এবং এইচ ইমন চৌধূরী (বরিশালপিপলস)। এয়ারপোর্ট থানা প্রেসক্লাব’র সদ্য বিদায়ীসভাপতি সাংবাদিক পথিক মোস্তফার সভাপতিত্বে
নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । পাশাপাশি নতুন কমিটির

নেতৃবৃন্দ ঘোষনা দেন, আগামী ৩রা এপ্রিল শনিবারগোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান’র সমাধীতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে
তাদের আগামীর পথ চলার শুভ সুচনা করার।

Top