বেনাপোল নোম্যান্সল্যান্ডে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃযশোর জেলার বেনাপোল নোম্যান্সল্যান্ডে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিজিবি- বিএসএফ এর যৌথ প্যারেড এর মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার বেলা ৫ টার সময় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি )’র আয়োজনে ভারত – বাংাদেশ এর সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি – বিএসএফের বর্ণাঢ্য কুচাকওয়াজের মধ্যে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়।বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ সোহরাব হোসেন ভুইয়া, খুলনা রিজিওনাল কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, ৪৯ বিজিবি অধিনায়ক সেলিম রেজা র্যাব -৬ এর অধিনায়ক রওশানুল ফিরোজ।অপরদিকে ভারতের পক্ষে ১৫৮ বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী অরুন কুমার, কমান্ড্যান্ট ১৭৯ বিএসএফ এর স্টাফ অফিসার শ্রী সুনিল কুমার সহ অফিসারবৃন্দ।ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ সোহরাব হোসেন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ৫০ বছর উপলক্ষে আজ আমরা ভ্রাতৃত্ব প্রতীম দেশ ভারতের সাথে কুচাকওয়াচের মাধ্যেমে পালন করলাম। স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল। আমরা তাদের সহযোগিতার কথা ভুলতে পারব না।
এছাড়াও বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন যশোর (শার্শা-১) আসনের এমপি শেখ আফিল উদ্দিন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
অনুষ্ঠানটি স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ সাংবাদিক রাজনৈতিক বৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষ উপভোগ করেন।
উল্লেখ্য কোভিড-১৯ মেনে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করেন।