তালতলীতে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন। - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন।


মোঃ রফিকুল,তালতলী উপজেলা প্রতিনিধিঃপ্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা ও সচেতন করতে তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়ার উদ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে।রবিবার(২১শে মার্চ)উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরন করা হয়।জানাগেছে,প্রাণঘাতী করোনা ভাইরাসে ফের আক্রান্ত হচ্ছে মানুষ।গত এক বছরে তালতলী উপজেলায় ৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়।এর মধ্যে ২ জন মারা যান।বর্তমানে বড়বগী ইউনিয়নের ছোটভাই জোড়া গ্রামের কাওসার নামে এক জন আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এতোকিছুর পরেও মানুষের মাঝে সচেতনতা ফিরে আসেনি। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা ও সচেতন করতে বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশনায় তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে। উপজেলা শহরের উজ্জ্বল চত্বর প্রাঙ্গণ, উপজেলা লোকাল বাস ¯ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন করা হয়েছে। এ সময় তিনি মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক পরিধানের উপকারীতা সম্পর্কে অবগত করেন।তালতলী থানার ওসি মোঃকামরুজ্জামান মিয়া বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা এবং সচেতন করতে আজ পুলিশ প্রধান স্যারের নির্দেশনায় তালতলী থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে এবং এই কর্মসূচি অব্যহত থাকবে।

Top