বরিশাল নাগরিক সংসদ'র শিক্ষা উপকরণ বিতরণ - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নাগরিক সংসদ’র শিক্ষা উপকরণ বিতরণ


সংবাদ বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রায় শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বৃহত্তর বরিশালের নাগরিকদের সংগঠন -বরিশাল নাগরিক সংসদ।১৯ মার্চ, শুক্রবার বিকেলে বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখা এই কর্মসূচি আয়োজন করে।গতকাল রাজধানীর মিরপুরে আয়োজিত সংগঠনটির শিক্ষা সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মারুফ আহমেদ মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক এস এম আলী আজম,যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,সমাজ কল্যাণ সম্পাদক সজল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ।শিক্ষা উপকরণ হিসেবে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাতা, কলম এবং শুকনো খাবার বিতরণ করে সংগঠনটি।

Top