ভোলা জেলার সদর থানা ও বোরহানউদ্দিন থানায় “বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক”
ভোলা জেলার সদর থানা ও বোরহানউদ্দিন থানায় নবনির্মিত “বয়স্ক,নারী,শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক এর উদ্বোধন করেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম,বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ,বরিশাল মহোদয়।এ সময় ডিআইজি মহোদয় “বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্কে আগত সেবা প্রত্যাশীদের সাথে সাক্ষাৎ করেন।তাদের সমস্যার কথা শুনেন ও সমাধানের আশ্বাস দেন।
ডিআইজি মহোদয় বলেন “থানায় স্থাপিত “বয়স্ক,নারী,শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক” এর মাধ্যমে নারী শিশু ও প্রতিবন্ধীদের সেবাপ্রাপ্তি আরও ত্বরান্বিত হবে।এখানে নারীরা নিজেদের সমস্যার কথা নির্দ্বিধায় বলতে পারবে”।এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপারগন, অফিসার ইনচার্জসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।