বেতাগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮জনের মনোনয়ন দাখিল
মো.বেলাল হোসেন,বেতাগী প্রতিনিধি:বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল সম্পূর্ণ হয়েছে।আজ(১৮ মার্চ)রোজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৮ জন,সাধারণ মেম্বর পদে ২৩৮ জন সংরক্ষিত ৮৬ জন প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তার বিতরে বিভিন্ন দল আাওয়ামী লীগ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র নিয়ে চেয়ারম্যান পদে বিবিচিনিতে ৩ জন,বেতাগী সদরে ৪ জন,হোসনাবাদে ২ জন,মোকামিয়া ৫ জন,বুড়ামজুমদারে ৫ জন,কাজিরাবাদে ৬ জন,ও সরিষামুড়ি ইউনিয়নে ৩ জনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেয়নি ধানের শীষে নিয়ে বিএনপির কোনো অঙ্গসংগঠনের সদস্যরা।এছাড়া ১ জন করে বেতাগী সদর ইউনিয়নের সাধারণ মেম্বর পদে ৮নং ওয়ার্ডে মো:কেনান সিকদার ও ৯ নং ওয়ার্ডে মো:গোলাম মোস্তফা এবং হোসনাবাদ ইউনিয়নের ২ নং ওয়াডে মোঃ আলতাফ হোসেন ফরায়জী মনোনয়ন পত্র দাখিল করেন।