"বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়ি জোন পর্যায়- ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

“বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়ি জোন পর্যায়- ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান


আজ ১০-০৩-২০২১ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়ি জোন পর্যায়-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম ডিআইজি বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়।ডিআইজি মহোদয় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ও অংশগ্রহণকৃত কাবাডি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।ডিআইজি মহোদয় বলেন, “খেলাধুলার মাধ্যমে শারীরিক উপকারিতার পাশাপাশি যুবসমাজকে আমরা মাদকাসক্ত ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পারি”।

তিনি বলেন, “জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা অথবা সংশ্লিষ্ট সংস্থাসমূহ খেলাধুলার বিষয়ক যেকোনো উদ্যোগে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে থাকবে“।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, বরিশাল মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ডিডিএলজি মহোদয়, কমিউনিটি পুলিশ এর সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Top