বেতাগীতে গ্রামবাংলার পুরানো দিনের ঐতিহ্যবাহী কিছু খেলা অনুষ্ঠিত
এইচ এম.সজল মাহমুদ:বরগুনার বেতাগীতে পরিবর্তন ক্রীড়া সংঘের আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলার আয়োজন করা হয়েছে। (০৯ মার্চ) মঙ্গলবার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩ টায় ৩০মিনিটের সময় এসব খেলার আয়োজন করা হয়।নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলাধুলার মধ্য উল্লেখযোগ্য তৈলাক্ত কলা গাছ বেয়ে কলসি নামানোর, গোল্লাছুট, মোড়ক যুদ্ধ, হাঁড়ি ভাঙা,দড়ির লাফ ইত্যাদি মজার মজার খেলার আসর উপভোগ করতে কিশোর-কিশোরী ছাড়াও বিভিন্ন বয়সি নারী-পুরুষরা জড়ো হন বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।
এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, প্রেস ক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, ইতালী প্রাভাসী সাংবাদিক এমডি রিয়াজ হোসেন, ৫ নং ওয়াড কাউন্সিলর এবিএম মাসুদুর রহমান খান, সংরক্ষিত ৪,৫,৬ নং মহিলা কাউন্সিলর রোফেজা আক্তার রুজি, ৭,৮,৯, নং ওয়াড মহিলা কাউন্সিল মিসেস রিনা আক্তার সহ প্রমূখ।