প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক সময়ের বার্তা পত্রিকায় গত কিছুদিন পুর্বে,হিজলায় মেম্বারের রোষানলে ধ্বংসের পথে পরিবার,শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে নিয়ে কুরুচিপুন্য সংবাদ প্রকাশিত হয়েছ ঐ সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হরিনাথপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ আলতাফ হোসেন সরদার বলেন:একটি মহল অপতৎপরতার অংশ হিসেবে আমার সম্পর্কে যেসব সংবাদ প্রকাশ করেছেন তাহা অদৌ সত্য নয় এবং উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমাকে সমাজের কাছে হেও প্রতিপন্ন করার জন্য এমন মানহানি করার জন্য মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ভূল তথ্য দিয়া সংবাদ প্রকাশ করেছে। যাহার সাথে বাস্তবে বিন্দু পরিমাণ কোন মিল নাই,অদ্য সংবাদটি সম্পুর্ণ ভূয়া বানোয়াট ।
আমি মোঃ আলতাফ হোসেন সরদার,বরিশালের হিজলা উপজেলার ১নং হরিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জনগনের ভোটের মাধ্যমে একাধিকবার নির্বাচিত হয়েছি,বর্তমানে আমি নির্বাচিত মেম্বার। আমার সমাজে মান সম্মান আছে এবং আমি মোঃ আলতাফ হোসেন সরদার স্বাভাবিক জীবন-যাপন করছি।এমন সময় একটি মিথ্যে সংবাদ করিয়ে আমার প্রতিপক্ষরা হয়রানি করতে চাচ্ছে,আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ আলতাফ হোসেন সরদার
১নং হরিনাথপুর ইউ পি সদস্য,হিজলা,বরিশাল।