মৃধা ট্রেডার্সে ঢুকে প্রকাশ্যে লুটতরাজ !নগদ ৫ লক্ষ টাকারা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজন আটক
মোহাম্মাদ:আবুবকর সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বন্দরে আজ(শুক্রবার) সকাল ৯টার সময় মৃধা ট্রেডার্সে ঢুকে প্রকাশ্যে লুটতরাজ চালায় মৃত্যু আব্দুল বারেকের ছেলে মামুন(৫৫)মানিক(৪৫) মৃত্যু দুলাল মৃধার ছেলে ইসমাইল হোসেন জয়(২৫)সহ ৮/৯জন মিলে।এসময় ব্যাপক ভাংচুর চালিয়ে নগদ ৩ লক্ষ টাকারা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি ধাওয়া দিয়ে মামুন নামে একজন কে আটক করে।বাকিরা টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।পরে ঘটনা স্থানে বাকেরগঞ্জ থানা পুলিশ এসে মামুনকে আটক করে নিয়ে যায়।এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মৃধা ট্রেডার্সের মালিক বেল্লাল মৃধা তিনি আরো বলেন আমার নগত ৩লক্ষ টাকা নিয়ে গেছে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে।তখন দোকানে আমার শশুর নান্নু ধারালো অস্ত্রের মুখে পরে টাকা দিয়ে দেন।আমার কর্মচারীর বেতন দেওয়ার সপ্তাহ ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন,সকাল ৯টার সময় আটজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। তারা শোকেস ভেঙে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজন কে আটক করে।প্রত্যক্ষদর্শীরা আরো বলেন,এ ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়।বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জানান,আমরা ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইন আনুগব্যবস্থা গ্রহন করব।