প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বিভিন্ন ব্যাখ্যা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বিভিন্ন ব্যাখ্যা::দৈনিক ভোরের অঙ্গীকার ও সুন্দরবনসহ একাধিক পত্রিকায় গত ১ মার্চ ও ২ মার্চ প্রকাশিত সংবাদের আমাকে নিয়ে কুরুচিপুন্য সংবাদ প্রকাশিত হয়েছ ঐ সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আব্দুল জলিল আকন বলেন:একটি মহল অপতৎপরতার অংশ হিসেবে আমার সম্পর্কে যেসব সংবাদ প্রকাশ করেছেন তাহা অদৌ সত্য নয় এবং উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমাকে সমাজের কাছে হেওয় প্রতিপন্ন করার জন্য এমন মানহানি করার জন্য মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ভূল তথ্য দিয়া সংবাদ প্রকাশ করেছে। যাহার সাথে বাস্তবে বিন্দু পরিমাণ কোন মিল নাই। আমার বিরুদ্ধে প্রতিপক্ষ মোটা অংকের টাকা আর্থিক লাভবান হইয়া এই ভুয়া সংবাদ প্রকাশ করছে ।
অদ্য সংবাদটি সম্পুর্ণ ভূয়া বানোয়াট । আমি আব্দুল জলিল আকন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এর ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমার সমাজে মান সম্মান আছে এবং আমি আব্দুল জলিল আকন স্বাভাবিক জীবন-যাপন করছি।এমন সময় একটি মিথ্যে সংবাদ করিয়ে আমার প্রতিপক্ষরা হয়রানি করতে চাচ্ছে,
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছিপ্রতিবাদ জানাচ্ছি:আব্দুল জলিল আকন সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ১১নং ওয়ার্ড বরিশাল মহানগর।