শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস।১৯৫২’র ভাষা আন্দোলনের শহিদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।না,আমারা ভাষা শহিদদের অবদান কখনো ভুলতে পারি না।২১ ফেব্রুয়ারি- প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটান পুলিশ এর কমিশনার মহোদয় ও অন্যান্য অফিসার বৃন্দ, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারবৃন্দ ও রেঞ্জ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বরিশাল জেলার পুলিশ সুপার, জেলা পুলিশের অফিসারবৃন্দ এবং বরিশাল বিভাগের অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তাবৃন্দ।সকল ভাষা শহিদদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি। তাদের জন্য মাগফেরাত কামনা করছি।