তালতলীতে এনজিও’র দেনা পরিশোধ করেও ঋনের দায়ে ৩ নারী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে এনজিও’র দেনা পরিশোধ করেও ঋনের দায়ে ৩ নারী গ্রেফতার


তালতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা এসডিএফ থেকে নেয়া ঋন দেড় বছর আগে পরিশোধ করলেও ঋন খেলাপির মামলায় পুলিশ মঙ্গলবার ৩
নারীকে আটক করে আদালতে প্রেরন করেন। এনজিও’র গ্রাম সমিতি’র সভাপতি বিথি রানী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। জানা গেছে,বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা এসডিএফ’র নতুন জীবন গ্রাম সমিতি থেকে তালতলী বন্দরের জাহাঙ্গীরের স্ত্রী কাজল (৩৫), নুর সায়েদের স্ত্রী ঝর্ণা বেগম(২৬) ও ইউসুফের স্ত্রী পারুল বেগম( ৪০) ঋন গ্রহন করে ২০১৯ সালের জুলাই মাসে তা সুদসহ পরিশোধ করেন। যাহা ঐ এনজিও’র পাশ বইতেও পরিশোধিত রয়েছে। অথচ নতুন জীবনের ঐ সমিতির সভাপতি বিথি রানী’র দেয়া
ঋন খেলাপির মিথ্যা মামলায় মঙ্গলবার ঐ ৩ নারীকে আটক করে পুলিশ আদালতে সোপর্দ করে।

এসডিএফ’র বড়বগী ক্লাস্টারের ম্যানেজার উজ্জল কুমার বলেন, ঋন খেলাপির দায়ে বিথি’র দেয়া মামলায় আদালত ওয়ারেন্ট দেন। নতুন জীবনের গ্রাম সমিতির সভাপতি বিথি রানী বলেন, টাকা নিয়ে ঘোরাঘুরি করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু ওয়ারেন্ট চাওয়া হয়নি।আমাকে ভুল বুঝিয়ে উকিল সাহেব ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট করেন। এজন্য আমি ক্ষমা প্রার্থী।

Top