হিজলায় মুজিববর্ষে ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা
হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার ও গুজবের প্রতিবাদে ১০ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন।প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল ৪ (হিজলা, মেহেন্দিগঞ্জ), আসনের এমপি পংকজ নাথ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী,বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার নেয়ামতুল্লাহ,যুগ্মসাধারণ সম্পাদক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ আলতাফ হোসেন,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত হোসেন, কৃষকলীগ নেতা মুন্সী মোহাম্মদ ইসহাক আমিন, শ্রমিক লীগ সভাপতি ফরিদ উদ্দিন ঢালী,ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন শান্ত, সম্পাদক আবুল কলাম আজাদ, হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সরদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন দফাদার, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন খান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।প্রধান অতিথি এমপি পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব সেরা কয়েকজন প্রধানমন্ত্রীর মধ্যে দেশ রত্ন শেখ হাসিনা অন্যতম। তিনি আরো বলেন, দৃশ্যমান পদ্মা সেতু সহ বাংলাদেশের নানা উন্নয়নকে ব্যাহত করার জন্য এ সরযন্ত্র, এই মুহুর্তে সরযন্ত্র প্রতিহত করাই হচ্ছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রধান কাজ।