“আমি বানারীপাড়াকে বড্ড ভালোবাসি! ” আমি আমার নয়,আমি হব জনতার!
কাওসার হোসেন, বানারীপাড়া:বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীলের শেষ উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত হয়েছে।
মেয়র বলেন, আমি বানারীপাড়াকে বড্ড ভালোবাসি,বড্ড ভালোবাসি। আমি এ মাটির সন্তান। আমি আমার নয়, আমি হব জনতার। আপনারা আমাকে আরও একবার সুযোগ দিন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে বানারীপাড়া সরকারী হাইস্কুল মাঠের উঠান বৈঠকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লাহর সভাপতিত্বে বর্তমান মেয়র এডভোকেট সভাষ চন্দ্রশীল আকুল আবেদন জানিয়ে এ কথাগুলো বলেন।
বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস,কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আনিসুর রহমান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম ফারুক, এডভোকেট মনসুর হেলাল,সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ড সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।