মির্জাগঞ্জে মৎস্য বিভাগের উদ্যোগে খাল ও পুকুর খননের উদ্বোধন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের প্রথমবারের মতো মাদারবুনিয়া খাল ও আয়জদ্দিনের পুকুরপুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে উপজেলার দেউলীসুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী এলাকায় খাল ও পুকুর খননের উদ্বোধন করেনপটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। পটুয়াখালী মৎস্যঅধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদনবৃদ্ধি প্রকল্পের(২য় সংশোধিত)আওতায় খাল ও পুকুর খনন করা হবে।এ সময়েএখানেউপস্থিতছিলেন,পটুয়াখালী জেলা মৎস্য অফিসের সহকারী প্রকৌশলীমো.সরফুদ্দিন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুলইসলাম,মির্জাগঞ্জের মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. তরিকুল ইসলাম
শাওন,সাংবাদিক মো. সাইফুর রহমান,উত্তম গোলদার,মো. ফারুক খান ও স্থানীয়ইউপি সদস্য মো. মামুন হাওলাদার প্রমূখ।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন,দেউলীইউনিয়নের ডোকলাখালী গ্রামের খাল ও পুকুর খনন করা হলে মাছ চাষের উপযোগীহবে।যাতে এর আশে-পাশের লোকজন মাছ চাষ করে এবং এর পাড়ে সবজি চাষ করেবাড়তি আয় করতে পারবে।