বানারীপাড়া পৌরসভা নির্বাচন-২০২১ কাউন্সিলর পদে প্যানেল মেয়র এসএম আকবর ও মিজানুর রহমানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
কাওসার হোসেন,বানারীপাড়া:বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ৫ নংওয়ার্ডে কাউন্সিলর পদে দুই বন্ধুর মধ্যে চলছে পাল্টা পাল্টি মিছিল, ব্যাপক প্রচার প্রচারনা। পৌরসভার প্রান কেন্দ্রে অবস্থিত এ ওয়ার্ডকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। চলছে চুলছেরা বিশ্লেষণ।এ ওয়ার্ডে কাউন্সিলর পদে পুনরায় টেবিল ল্যাম্প মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সরদারের ছোট ভাই বর্তমান প্যানেল মেয়র এসএম আকবর এবং উটপাখি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই ঘনিষ্ঠ বন্ধু পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান।প্রচার প্রচারনায় অনেকটা সুবিধা জনক অবস্থানে রয়েছে স্বেচ্ছাসেবকলীগের সাবেক এ নেতা। অপরদিকে এসএম আকবর এর বিরুদ্ধে একটা মামলা থাকার কারনে তিনি অনেকটা চাপের মধ্যে রয়েছেন। যদিও তিনি হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনে রয়েছেন।কাউন্সিলর প্রার্থী এসএম আকবর জানান, সাধারন মানুষের সুখ দুঃখে সবসময় আমি পাশে থাকি তাই জনগন আমাকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি শতভাগ বিশ্বাস করি।
মোঃ মিজানুর রহমান বলেন গত নির্বাচনে আকবর এর প্রতিশ্রুতি অনুযায়ী তাকে ছেড়ে দিয়েছি। তাই সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী আমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা ছিল। জনগন আমাকে সৎ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে জানেন। আমি নির্বাচিত হতে পারলে এ ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করব।এ ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১০৬৩। তার মধ্যে পুরুষ ভোটার হল ৫৪০ ও নারী ভোটার ৫৫৩ জন । গত বছরের চেয়ে এবার বুথের সংখ্যা দ্বিগুন করে ৪ টি করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে।