বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আর নেই - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আর নেই


এবি সিদ্দীক ভুইয়া:বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল জেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কুতুব উদ্দিন ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

Top