আভাস বাস্তবায়নে বরিশালের হিজলা উপজেলা প্লাটফর্ম এর ত্রৈমাসিক শেয়ারিং সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আভাস বাস্তবায়নে বরিশালের হিজলা উপজেলা প্লাটফর্ম এর ত্রৈমাসিক শেয়ারিং সভা অনুষ্ঠিত


কাজী মহসিন হিজলা প্রতিনিধি:আজ ৮ জানুয়ারী সোমবার সকাল ১০.০০ টায় বেসরকারি উন্নয়ন সংগঠন “আভাস” কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি ও ইউকেএইড অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগীতায় “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ” প্রকল্পের আওতায় গঠিত বরিশালের হিজলা উপজেলা প্লাটফরম সদস্যদের ত্রৈয়মাসিক শেয়ারিং সভা কাউরিয়া স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্লাটফরমের সহ-আহ্বায়ক ও ইউপি সদস্য জনাব অফেনুর বেগম । সভটি পরিচালনা করেন প্রোজেক্ট অফিসার নাসরিন খানম। সভায় প্লাটফরমের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্লাটফরম সদস্যবৃন্দ নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ধরনের নতুন নতুন ইস্যু নিয়ে আলোচনা করেন। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল প্লাটফরম সদস্যগণ তাদের এলাকাতে কিভাবে কাজ করবে, কোন কোন বিষয়ের উপর কাজ করবে, এত করে প্রকল্পের লক্ষ্য অর্জনে কতটুকু ভুমিকা রাখবে তা আলোচনা করা।

পরে সকল সদস্যবৃন্দ বিগত তিন মাসে বাংলাদেশের নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতিসহ বরিশালের এবং সারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোচনা করেন। আলোচনায় তারা বিভিন্ন গ্যাপ খুজেঁ বের করে আগামী মাসগুলোতে কিভাবে কোথায় কাজ করতে হবে তার একটি বাস্তব উপযোগী কর্মপরিকল্পনা তৈরী করেন। সভায় অংশগ্রহণকারী সকল সদস্য ব

Top