সাংবাদিক খায়রুল আলম রফিককে নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক খায়রুল আলম রফিককে নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি: জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার চীফরিপোর্টার ও দৈনিক ময়মনসিংহ পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিককেপুলিশি নির্যাতন’র প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনঅনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সোসাইটি বরিশাল শাখারআয়োজনে বুধবার বেলা ১১টায় নগরীর অশ্বীনি কুমার টাউন হল চত্ত¡রেওই বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন শহীদআব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিকপরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধানুরুল আলম ফরিদ,দৈনিক মতবাদ পত্রিকার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আব্দুররাজ্জাক ভূইয়া,এ্যাড.একে আজাদ,দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশালব্যুরো প্রধান শাহিন হাফিজ,দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিকশামীম আহমেদ। জাতীয়সাংবাদিক সোসাইটির বরিশাল শাখারসভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানবন্ধনে একত্বতাপ্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি এমজহির,সাধারন সম্পাদক শাহজালাল,বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদকপরিষদ বরিশাল শাখার সহ-সভাপতি আম্বার হোসেন,প্রচার সম্পাদকজাকারিয়াআলম,বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতিমামুন অর রশিদ নোমানি,সাধরণ সম্পাদক মামুন অর রশিদ, বরিশাল তরুনসাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শহিদুল ইসলাম,বরিশাল ফটোসাংবাদিক পরিষদের সভাপতি জুয়েল রানা,বাংলাদেশ সাংবাদিক ওসংবাদপত্র ঐক্য পরিষদের সাধরণ সম্পাদক এবি সিদ্দিক ভুইয়া, বরিশালপূর্বঅঞ্চল প্রেসক্লাবের সভাপতি রিয়াজ হোসেন, বরিশালকোতয়ালী থানা প্রেসক্লাবের সভাপতি মনবীর সোহান,সাধারণসম্পাদক সুমন দাস,বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যণ ইউনিয়ন (বসকো) বরিশাল জেলার প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মিলন।বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সহ সম্পাদক আব্বাস হাওলাদার।দৈনিক এশিয়া বানী পত্রিকার বরিশালব্যুরো প্রধান এ বি এমতারেক।এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকরেদওয়ান রানা।বিপ্লবী বার্তার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম।আলোকিত বার্তার সাংবাদিক মুরাদ হোসেন,সুমন হাওলাদার,শরিকুলএছাড়াও জাতীয় ও স্থানীয় গনমাধ্যমের সাংবাদিকরাউপস্থিত থেকে সারাদেশে সাংবাদিক হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে

আওয়াজ তোলেন।প্রকাশ থাকে,পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরেসাংবাদিক খায়রুল আলম রফিককে ডিবি পুলিশের এস আই আক্রামনির্যাতন ধরে নিয়ে নির্যাতন চালায়। এঘটনায় ময়মনসিংহ আদালতেএস আই আকরামসহ দুই পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।নির্যাতনকারীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানা মামলা হলেওএখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি এবং কর্মস্থল থেকেপ্রত্যাহার করে নেয়নি নি। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে প্রত্যাহার ওগ্রেফতার না করলে সারাদেশে কয়েকটি সাংবাদিক সংগঠনকর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন।

Top