মির্জাগঞ্জে অবৈধভাবে সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে অবৈধভাবে সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে পূর্ব সুবিদখালী গ্রামের লোকনাথ মন্দির সংলগ্নসংখ্যালঘুদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করছে উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান
ঐক্য পরষদের নেতারা। গতকাল সোমবার সকাল এগারোটায় মির্জাগঞ্জ প্রেসক্লাবেসামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জউপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান ঐক্য পরষদের সভাপতি শ্রী বিজয় কৃষ্ণ শীল, সাধারনসম্পাদক শ্রী দিলিপ চন্দ্র দেবনাথ, সুবিদখালী লোকনাথ মন্দিরের প্রতিষ্টাতা শ্রীজীবনানন্দ দাস কানাই,ভুক্তভোগীপরিবারের সুমা রানী ও তার মা সেফালী রানীপ্রমূখ।

ভুক্তভোগী পরিবার বলেন, উপজেলা সদরের সুবিদখালী লোকনাথ ভক্ত সেবাশ্রম সংলগ্নআমাদের পৈত্রিক জমিতে আমাদের ছোট একটা ঘর ছিলো এবং এর পাশেই মন্দিরেরঅনুষ্টান চলাকালীন সময়ে ভক্তবৃন্দ বসে অনুষ্টান উপভোগ করত। এই জমি নিয়েপার্শ্ববর্তী মেত-মো. মুজাফ্ধসঢ়;ফর আলী মৃধার স্ত্রী রাবেয়া বেগম ও তার পুত্র আশ্রফআলী মৃধাদের সাথে দীর্ঘদিন বিরোধ চলছিলো। এই বিরোধী জমি নিয়ে ২০১২সালে মির্জাগঞ্জ থানায় অভিযোগ দিলে থানা পুলিশের সহায়তা আমরা জমিবুঝে পাই ও ঘর নির্মান করি। চলতি বছরের ৪ জানুয়ারি রাবেয়া বেগম বিরোধীয়জমির মাটি কাটতে গেলে সংখ্যালঘু পরিবার তাতে বাঁধা প্রদান করি। এ ঘটনারপর ওই রাতেই রাবেয়া বেগম বাদি হয়ে সংখ্যালঘু পরিবার শ্রী পরিমল মিস্ত্রীসহস্ত্রী,বৃদ্ধা মাকে আসামী করে ৬ জনের নামে মির্জাগঞ্জ থানায় একটি মামলাদায়ের করেন। মামলার ঘটনা জানতে পেরে আমরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেই। এসুযোগে রাবেয়া বেগম ও তার লোকজন এই রাতেই আমাদের জমি দখল করেরান্নাঘর, মন্দির সংলগ্ন লেট্রিন নির্মান করে টিনের বেড়া দিয়েছেন। অসহায়পরিবার তাদের পৃতি সম্পত্তি উদ্ধারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাজে দাবীজানাই।এব্যাপারে মুঠোফোন রাবেয়া বেগম বলেন, এই জমি পরিমল মিস্ত্রী’র পিতাসিদাম মিস্ত্রির কাছ থেকে আমারা ক্রয় করেছি। তাই আমাদের জমিতে আমরাবেড়া দিয়েছি।

Top