ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী নিহত ৫ জন গুরুতর আহত - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী নিহত ৫ জন গুরুতর আহত


এনামুল হক,ময়মনসিংহ:বুধবার (২০জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ত্রিশাল -বালিপাড়া সড়কের শেখ বাজারের মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,শালবন পরিবহণের একটি দ্রুতগতির বাস যাত্রী বোঝাই সিএনজিটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী ফাতেমা ( ৫০) মারা যান। সিএনজির ড্রাইভারসহ অপর ৫ জন গুরুতর আহত হন।নিহত ফাতেমা ইশ্বরগন্জ উপজেলার ভাটির চর নওপাড়া গ্রামের উসমত আলীর স্ত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল ক লেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায়।

Top