বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক’ - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক’


বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক’ এর কার্যক্রম সংক্রান্ত দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের একটি অগ্রাধিকার কার্যক্রম প্রতিটি থানায় ‘বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক/সার্ভিস ডেস্ক’ চালুকরণ এবং Envision-2030 এর Goal#16: …build effective, accountable and inclusive institutions at all levels এর এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল রেঞ্জ কার্যালয় হতে সার্বক্ষণিক ‘বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক/সার্ভিস ডেস্ক এর সেবার মান যাচাই করা হয়। এরই অংশ হিসেবে উক্ত কর্মশালার আয়োজন করা হয়।রেঞ্জের ৪৬টি থানার সার্ভিস ডেস্ক পরিচালনার জন্য সর্বোত্তম পন্থা নির্ধারণের জন্য রেঞ্জ কার্যালয়ের অধীন জেলাসমূহের সার্ভিস ডেস্কের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি রেঞ্জের কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ, তথ্য-উপাত্ত আদানপ্রদান, ডেস্কের রেজিস্টারসমূহের যথাযথ রক্ষণাবেক্ষণ সহ সকল বিষয়ে সমন্বয় সাধন করে।উক্ত কর্মশালায় সভাপতি মহোদয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশি সেবার যথাযথ মান সংরক্ষণ করে অপরাধ থেকে মানুষকে দূরে রাখতে যা যা করা দরকার তা করা হবে।

প্রতিটি থানার সহজে দৃশ্যমান স্থানে উক্ত সার্ভিস ডেস্ক স্থাপন ও নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য জন্য তিনি উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি রেঞ্জ পুলিশের কার্যক্রমে পূর্বের ন্যায় পরিপূর্ণ স্বচ্ছতা বজায় রাখার জন্য সকল স্তর থেকে মনিটরিং আরো জোরদার করার কথা বলেন।ডিআইজি মহোদয় এসময় রেঞ্জের বিট পুলিশিং কার্যক্রমকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে একে স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া আধুনিক তদন্তের পদ্ধতিতে মালার আইও-দের অভ্যস্ত করতে ঘটনাস্থলে সিনিয়র অফিসারের উপস্থিত থাকা, তদন্তকারী অফিসারদের উৎসাহিত করতে পুরস্কৃত করা, প্রয়োজনে বাধ্য করা এবং ক্ষেত্র-বিশেষে শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন। উক্ত কর্মশালায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, রেঞ্জের ‘বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক’ এর ফোকাল-পয়েন্ট অফিসার পুলিশ সুপার (ফিন্যান্স এন্ড ডিসিপ্লিন), রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, সহকারী পুলিশ সুপার এবং রেঞ্জের জেলাগুলোর ফোকাল-পয়েন্টবৃন্দ (অতিরিক্ত পুলিশ সুপার এডমিন ও অপরাধ) উপস্থিত ছিলেন।

Top