মির্জাগঞ্জের ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বাতিলের দাবিতে ত্যাগী নেতাদের সংবাদ সম্মেলন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের গঠনতন্ত্র বিরোধীও অবৈধ কমিটি বাতিলের দাবিতে বঞ্চিত ত্যাগী নেতাদের সংবাদ সম্মেলনঅনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মির্জাগঞ্জ প্রেসক্লাবে ইউনিয়নআওয়ামীলীগের ত্যাগী,নির্যাতিত,অবহেলিত নেতাকর্মীদের পক্ষে সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারনসম্পাদক ও ত্যগী নেতা মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী আকন। এ সময়ে এখানে ওইইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বঞ্চিত ৪১ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদককের কাছে লিখিতঅভিযোগ দিয়েছেন। লিখিত বক্তব্য বলেন, আমিসহ অনেক নেতাকর্মী ইউনিয়নআওয়ামীলীগের নতুন কমিটি থেকে বঞ্চিত। এক বছরেরও বেশী সময় হয়েছেমাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি হয়েছে। ১৫ জানুয়ারি সোশ্যালএকক ভাবে কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে ইউনিয়ন আওয়ামীলীগেরসভাপতি ও সাধারন সম্পাদক আত্মীয় করন,বিএনপির লোকজন ও হাইব্রিডআওয়ামীলীগ দ্বারা এবং উৎকোচের মাধ্যোমে নতুন ইউনিয়ন আওয়ামীলীগেরকমিটি গঠন করা হয়।
২০২১ সালের আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখেইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কমিটি সাজিয়েছেন।এব্যাপারে মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মিজানুর রহমানলাভলু বলেন, বিএনপি জোট সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে তাদের দিয়েকমিটি গঠন করা হয়েছে। তাতে যদি আত্মীয় করন হয়, সেটা দোষের তো কিছুনয়। তবে যারা কমিটি থেকে বাদ পড়েছে তাদেরকে মূল্যায়োন করা হচ্ছে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আত্ধসঢ়;হার উদ্দিন আহম্মেদ বলেন, মাধবখালীইউনিয়ন আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। তবে ত্যাগীনেতাদের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে সভাপতি ও সাধারনসম্পাদককে এবং বঞ্চিত নেতাদের ডেকে সমাধান করা হবে।