ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের নিয়ে “সিডিএমএস প্রশিক্ষণ” এর উদ্বোধন - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের নিয়ে “সিডিএমএস প্রশিক্ষণ” এর উদ্বোধন


আলোকিত বার্তা:১৭ জানুয়ারী জনাব মোঃশফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ মহোদয় ইনসার্ভিস ট্রেনিং সেন্টার,বরিশাল কর্তৃক আয়োজিত রেঞ্জের থানাসমূহ থেকে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের নিয়ে “সিডিএমএস প্রশিক্ষণ” এর উদ্বোধন করেন। এসময় ডিআইজি মহোদয় উপস্থিত প্রশিক্ষণার্থীদের তদন্তের মান উন্নয়ন ও আধুনিকায়নে সিডিএমএস এর গুরুত্ব সম্পর্কে বিস্তরিত আলোচনা করেন। তিনি সিডিএমএসে মামলা এন্ট্রির জন্য বাংলা টাইপের দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করেন।তিনি বলেন তদন্তের প্রতিটি ধাপে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরন করতে হবে। তদন্তের ক্ষেত্রে বিষেশায়িত প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগাতে হবে।ডিআইজি মহোদয় প্রতিটি পুলিশ সদস্যকে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি রেঞ্জ কার্যালয়, পুলিশ সুপার রেঞ্জ কার্যালয়, ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল এর কমান্ড্যান্ট সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Top