অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বরিশাল নাগরিক সংসদ
সংবাদ বিজ্ঞপ্তি: সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে বরিশাল নাগরিক সংসদ।শুক্রবার রাজধানীর মিরপুরে বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখা এই এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও বরিশাল নাগরিক সংসদ এর কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও বরিশাল নাগরিক সংসদ এর সাধারণ সম্পাদক এস এম আলী আজম।শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদ এর কার্যকরী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আবু তাহের, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, সমাজকল্যাণ সম্পাদক সুমন হোসেন, স্বাস্থ্যসেবা সম্পাদক ইমরান জামিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল নাগরিক সংসদ এর সভাপতি মারুফ আহমেদ মল্লিক বলেন, ”মানব সেবার মহান কাজে বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার এই মহতী উদ্যোগ প্রশংসনীয়। আমরা নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে চাই। বঞ্চিত ও নিপীড়িত মানুষের কল্যাণে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে বরিশাল নাগরিক সংসদ অগ্রণী ভূমিকা পালন করবে। “বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল নাগরিক সংসদ এর সাধারণ সম্পাদক এস এম আলী আজম বলেন- “মহান মানবতার সেবায় বরিশাল নাগরিক সংসদকে মানবতাবাদী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। যুব সমাজকে আদর্শ, মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। মাদক ও অবক্ষয়মুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে বরিশাল নাগরিক সংসদ হবে দক্ষিণ বাংলার মানুষের আদর্শ নাগরিক সংগঠন । দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।পরে আনুষ্ঠানিকভাবে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।